পাংশায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল কাপ- এর উদ্বোধন –

- Update Time : ১০:২৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০১৯
- / ৪৩ Time View

মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা সরকারী জর্জ উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার বিকালে পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের আয়োজনে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ”বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল কাপ’২০১৯’র উদ্বোধন খেলা অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী দিনে ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। দিনের প্রথম খেলায় পারনারায়নপুর ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে কুড়াপাড়া ফুটবল একাদশ বিজয় অর্জন করেছে। দিনের অপর খেলায় দক্ষিন নারায়নপুর ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে বাবুপাড়া ফুটবল একাদশ জয়লাভ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও ন্যাশনাল ব্যাংক পাংশা শাখার ব্যাবস্থাপক খোন্দকার মাসরুর বিল্লাহ’র সভাপতিত্বে ও পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ রফিকুল ইসলাম (পলাশ)’র সঞ্চালনায় -অতিথি হিসাবে বক্তব্য রাখেন- পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নুর-ই আলম ইমরোজ,৪নং ওয়ার্ড আ.লীগের সভাপতি বাবু রামদাস দত্ত, বাবু গৌর গোপাল চৌধুরী (বাবুল চৌধুরী),পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মির্জু,পাংশা স্পোর্টিং ক্লাবের সভাপতি সাংবাদিক মাসুদ রেজা শিশির,খান মোহাম্মাদ ওবায়দুল হক (টিপু), পাংশা পেশাজীবী ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা.শ্যামল বিশ্বাস (বাবলু),সিনিয়র সাংবাদিক মোঃ মোক্তার হোসেন,এ টুর্নামেন্টর ম্যানেজার অতুল চন্দ্র সরকার,ক্রীড়া শিক্ষক আব্দুল করিম প্রমুখ। প্রথম দিনের খেলা সুন্দর ভাবে পরিচালনা করেন পাংশা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিরজু। শনিবার টুর্নামেন্টর ২য় দিনে ৪টি দল অংশ গ্রহন করবে –পাংশা কলেজ পাড়া ফুটবল একাদশ বনাম পাট্টা জোনা ফুটবল একাদশ অপর খেলায়-পাংশা বাংলাপাড়া ফুটবল একাদশ বনাম হাটবনগ্রাম যুব সংঘ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়