গোপালগঞ্জ থেকে টোপ চক্রের মুল হোতা বালিয়াকান্দির মহাসিন গ্রেপ্তার –

- Update Time : ০৯:২১:৪০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০১৯
- / ৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
:
বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা মহাসিন মিয়া কে(৫০) গ্রেফতার করেছে গোপালগঞ্জ পুলিশ।গত ১৪ মে ভোরে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ঢোলজানি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ঢোলজানি গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার(সার্কেল) মো. ছানোয়ার হোসেন জানান, গোপালগঞ্জ শহরের মিয়াপাড়ার বাসিন্দা সাদিয়া আক্তারের বিকাশ একাউন্টের পিনকোড চুরি করে ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।এ ঘটনায় ওই নারী পুলিশের কাছে একটি অভিযাগ দায়ের করেন। আভিযোগের প্রেক্ষিতে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মোবাইল ট্রাকিং করে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানার ঢোলজানি বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় ৫টি মোবাইল ফোন, ২টি রেজিস্ট্রার ও ২০ হাজার টাকাসহ বিকাশের মাধ্যমে প্রতারণা চক্রের মূল হোতা মহাসিন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আরও জানান, ওই প্রতারক বিভিন্ন লোকের বিকাশ অ্যাকাউন্ট হ্যাকসহ বিকাশ কর্মকর্তা সেজে পিন কোড চুরি করে প্রতারনা করে আসছিল। সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়