কালুখালীতে বিনামূল্যে দরিদ্রদের মাঝে ভ্যান বিতরণ –

- Update Time : ০৯:০২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ২৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দরিদ্র বিমোচনের লক্ষ্যে অসহায় শ্রমজীবিদের মাঝে আজ শনিবার রাজবাড়ী জেলাধীন কালুখালীতে উপজেলার মদাপুর ইউপির গোয়ালপাড়া গ্রামীণ জন উন্নয়ন সংস্থা কর্তৃক আয়োজিত বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর অর্থায়নে বিনামূল্যে ভ্যানগাড়ী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষ্যে বেলা ১টায় গোয়ালপাড়া গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অফিস প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফকির আব্দুল জব্বার। এসময় গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ মাসুদ রানার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজধারপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওয়াহিদুজ্জামান, মদাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউসুফ হোসেন মাষ্টার, সহ-সভাপতি মোঃ রোকন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ রেজাউল করিম সহ স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে নির্ধারিত ১৪জন দরিদ্র পরিবারের মাঝে ১৪ টি ভ্যান গাড়ী বিতরণ করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়