সড়ক দূর্ঘটনায় আহত পাংশার তাঁরাপুর মাদ্রাসার শিক্ষক রানা আর নেই –

- Update Time : ১১:০৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সড়ক দূর্ঘটনায় ৮ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধিন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী সরকারি কলেজের ইংরেজী বিভাগের ২০০৩-০৪ শিক্ষাবর্ষের ছাত্র এবং রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তাঁরাপুর দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক উকিল উদ্দিন রানা (৩০)।
মৃত্যুকালের স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে সন্তান অসংখ্য আত্নীয়-স্বজন ও সহকর্মীদের রেখে গেছেন।
নিহত উকিল উদ্দিনের বন্ধু ও রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান জানিয়েছেন, কুষ্টিয়া থেকে মোটরসাইকেল যোগে পাংশার মাছপাড়া ইউনিয়নের গড়াল গ্রামের বাড়ীতে ফেরার পথে গত ১৩ ডিসেম্বর রাত ৯টার দিকে খোকশায় ইটবাহি নছিমনের সাথে সংঘর্ষে গুরুতর আহত হন উকিল উদ্দিন। তাকে ঢাকার পঙ্গু হাসপাতাল, হৃদরোগ ইনষ্টিটিউট এবং সর্বশেষ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এনটিসিআরএ-এর গণ বিজ্ঞপ্তিতে প্রভাষক হিসেবে অল্প সময়ের মধ্যে তার কালুখালীর হোগলাডাঙ্গী মাদ্রাসায় যোগদান করার কথা ছিলো।
আজ রাত ৮টায় তার গ্রামের বাড়ীতে জানাযা শেষে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়