বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে রাজবাড়ীতে গাছের চারা বিতরণ

- Update Time : ০৫:০৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫
- / ২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে গ্রামবাসীর মধ্যে গাছের চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর শান্তিনিবাসে বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিমের সহযোগিতায় এই বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ওই বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম। উপস্থিত ছিলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা ও রাজবাড়ীর ইয়াছিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, বাবুপুর কছিমউদ্দিন বিদ্যাপিটের সাবেক প্রধান শিক্ষক সেলিনা খাতুন, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, সহ-সভাপতি রাজবাড়ী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সামসুল আলম, বরাট-ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শম্পা প্রামাণিক, রাজবাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক অমিতা রানী সাহা, সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, নারী বিষয়ক সম্পাদক গুলশানআরা মিতা, কার্যকরী সদস্য সাহিনা আক্তার, উপজেলা স্বেচ্ছা সেবক দলের আহবায়ক সজল আহম্মেদ, ইউনিয়ন বিএনপির সভাপতি ইসলাম উদ্দিন মন্ডল, স্থানীয় খাজা মাইনদ্দিন চিসতি (আঃ) মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সার্জেন্ট (অবঃ) আবু তাহের মোল্লা প্রমুখ।
পরে আগত ৩ শতাধিক গ্রামবাসীর মাঝে আম, জাম, পেয়ারা, লেবু, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ৫শতাধিক গাঝের চারা তুলে দেয়া হয়।
বাংলাদেশ নিম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. নিম হাকিম বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা দীর্ঘ দিন ধরে সুনামের সাথে কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে তারা এই গ্রামের বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে। তিনি এ ধরণের কাজ অব্যাহত রাখার জন্য বসুন্ধরা শুভসংঘের সংশ্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানান।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারি কলেজের সহযোগি অধ্যাপক আশরাফ হোসেন খান বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা নিয়মিতভাবে জনসচেতনা ও জনকল্যাণ মূলক কাজ করে আসছে। যার অংশ হিসেবে এই চারা বিতরণ করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও ফরিদপুর রাজেন্দ্র কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল বলেন, বসুন্ধরা শুভসংঘ রাজবাড়ী জেলা শাখা শুধু রাজবাড়ী সদর উপজেলাতেই নয়। এ প্রতিষ্ঠান জেলার প্রায় সবগুলো উপজেলাতেই নানা ধরণের কাজ অব্যাহত রেখেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়