রাজবাড়ীতে ওষুধ ব্যবসায়ীদের ইফতার মাহফিলে দু’গ্রুপের মারামারি, আহত-৬
- Update Time : ০৯:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১২ এপ্রিল ২০২৩
- / ২০৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার বার্ষিক সাধারণ সভা ও ইফতার মাহফিলে চেয়ার দিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এতে ৬জন আহত হয়েছে।
বুধবার বিকাল ৫টায় রাজবাড়ী শহরের রতœা কমিউনিটি সেন্টারে এ মারামারির ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মোহাম্মদ মাহফুজুর রহমানের আহবায়নে ও সংগঠনের সভাপতি সেখ মোঃ আব্দুর রউফ হিটুর সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা শুরু হয়। সভার শুরুতেই তর্কাতর্কির একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ি ও চেয়ার দিয়ে একে অপরকে আঘাত করতে থাকে। পরে উপস্থিত অন্যান্যরা তাদেরকে নিবৃত করে। খবর পেয়ে থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি (সম্পাদক) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, উপজেলার সভাপতি-সম্পাদক ও রাজবাড়ী সদরের ব্যবসায়ীদের নিয়ে এ আয়োজন করা হয় বলে বিকালে জানালেও হামলার পর আর ফোন রিসিপ করেননি।
বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস সমিতি (বিসিডিএস) রাজবাড়ী জেলা শাখার সভাপতি সেখ মোঃ আব্দুর রউফ হিটু বলেন, সাধারণ সভা ও ইফতার মাহফিল ছিল। পূর্ব পরিকল্পিত ভাবে কিউ জামান ফার্মেসীর মালিক আতিকুজ্জামান সজলের নেতৃত্বে ৮-১০জন প্রবেশ করে চেয়ার এলোমেলো করতে থাকে। এসময় বাধা দিলে আর্তকিত ভাবে চেয়ার দিয়ে হামলা করে। তাদের হামলায় সভাপতি সহ ৩জন আহত হন। ইফতার আয়োজন কমিটির আপ্যায়ন সদস্য আশরাফুল ইসলাম কুটির নিকট থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। তারা রাজবাড়ী সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
কিউ জামান ফার্মেসীর মালিক এসএম আতিকুজ্জামান সজল বলেন, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, রাজবাড়ী জেলা শাখার দীর্ঘদিন কোন সাংগঠনিক কাযক্রম এবং স্বচ্ছতা না থাকায় রাজবাড়ীর ঔষধ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ অসন্তোষ বিরাজমান। সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি এসএম আব্দুর রউফ হিটু ও সিনিয়র সহ-সভাপতি মোঃ মাহফুজুর রহমান সাধারণ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করে। সভায় উপস্থিত সমিতির সদস্যরা আয়-ব্যায়ের হিসাব ও বিভিন্ন ঔষধ কোম্পানীর অনুদান প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে এসএম আব্দুর রউফ হিটু, মোঃ মাহফুজুর রহমান, নাজমুল হাসান জন, আনিছ, কুটি, শেখ আলী আল মামুনসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জন পূর্বপরিকল্পিত ঔষধ ব্যবসায়ী কাজী এজাজ আহমেদ ফাহিম (৪৮), আব্দুস সালাম মন্ডল (৪৬), মোঃ আবুল হোসেন (৫২), কাজী আসিফ আলমকে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম হয়।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদাত হোসেন বলেন, এখন পর্যন্ত কেউ অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়