গোয়ালন্দ উপজেলা আ:লীগে সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মন্ডলের ইন্তেকাল –

- Update Time : ০৪:৪৯:৫২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২০
- / ২৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাসের বিস্তার রোধে শেষ মুহুর্তে স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদ নির্বাচনের তারিখ ঘোষনার একদিন পরই আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক নুরুল ইসলাম মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। সোমবার ভোরে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলাম মন্ডল রক্তক্ষরণজনিত শারীরিক সমস্যা নিয়ে গত ২৭ আগস্ট সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। গত ৭ সেপ্টেম্বর সুস্থ্য হয়ে হাসপাতাল ছাড়েন। গতকাল রবিবার (১৩ সেপ্টেম্বর) রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর সাথে স্থানীয় কয়েকটি অনুষ্ঠান শেষে বিকেলে বাসায় আসার পর সন্ধ্যায় আবার তার শারীরিক অবস্থার অবনতি হয়। এসময় তাকে দ্রুত সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে তার মৃত্যু হয়। স্থানীয় আওয়ামীলীগের ব্যাপক প্রভাবশালী নেতা নুরুল ইসলাম মন্ডল গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিণ বঙ্গের প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। এছাড়া স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে দলীয় মনোনয়ন চেয়ে না পেয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশ নেন। কয়েক বছর আগে সন্ত্রাসী হামলায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এ ঘটনার পর তিনি সুস্থ্য হলেও শারীরিক বিভিন্ন জটিলতায় ভুগছিলেন। সোমবার বিকালে দৌলতদিয়া ঘাট এলাকায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় হাজারো মানুষ অংশ গ্রহণ করেন। জানাজায় সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী গভীর শোক প্রকাশ বক্তৃতা করেন।
এদিকে চলতি বছরের ২৯ মার্চ অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচন। কিন্তু প্রাণঘাতি করোনা ভাইরাসের বিস্তার রোধে ২৩ মার্চ নির্বাচন স্থাগিতের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন। শেষ মুহুর্তে স্থগিত হওয়া গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচন আগামী ১০ অক্টোবার অনুষ্ঠিত হবে বলে রোববার ঘোষনা দেয় নির্বাচন কমিশন।
গোয়ালন্দ উপজেলা পরিষদ উপনির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তিনজন প্রার্থী। এরা হলেন ক্ষমতাসীন আওয়ামীলীগ মনোনীত উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ সহ সভাপতি মো. মোস্তফা মুন্সি (নৌকা), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ও দৌলতদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম মন্ডল (ঘোড়া) এবং বিএনপি মনোনীত মাহবুব আলম (ধানের শীষ)।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়