রাজবাড়ীর পদ্মা নদীতে ডিবি’র অভিযান: আগ্নেয়াস্ত্র ও গুলিসহ ২ চরমপন্থী গ্রেপ্তার –

- Update Time : ১০:৪৬:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২০
- / ৬৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পদ্মা নদীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে গত বুধবার গভীর রাতে দুই জন চরমপন্থীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। সেই সাথে ২টি ওয়ান সুটারগান ও ২টা কার্তুজ তারা উদ্ধার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের কাবিলপুর গ্রামের লোকমান শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (২৪) এবং একই উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়ার গোপালবাড়ী গ্রামের সুলাল রাজভরের ছেলে বিকাশ রাজভর (২৮)।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিনের নেতৃত্বে পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা। তারা পদ্মা নদীর জৌকুড়া এলাকায় থেকে জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় নিজ বাড়ীর বসত ঘর থেকে ১টি ওয়ান সুটারগান ও ১টা কার্তুজ উদ্ধার করা হয়। অপরদিকে, একই নদী থেকে গ্রেপ্তার করার পর বিকাশ রাজভরকেও গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদে সে জানায় জেলা শহরের ফুলতলা সংলগ্ন রেলওয়ের একটা ভাড়া বাসার বসত ঘর থেকে ১টি ওয়ান সুটারগান ও ১টা কার্তুজ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, উভয় ঘটনায় রাজবাড়ী সদর থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। আসামিরা চরমপন্থী সংগঠন লালপতাকার অন্যতম সদস্য। তারা পদ্শানদীতে চলাচল করা বালুবাহি ট্রলারসহ অন্যান্য নৌজান থেকে নিয়মিত ভাবে চাঁদা উত্তোলন করে আসছিলো।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়