৭ ফেব্রুয়ারী রাজবাড়ী আসছেন ভারতের ফরফুরা দরবার শরীফের পীর ড.আল্লামা মেহরাব সিদ্দিকী –

- Update Time : ১০:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২০
- / ৩৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ৭ ফেব্রুয়ারী শুক্রবার বাদ জুম্মা রাজবাড়ী জেলা শহরের নতুন বাজারের নুরে মনির সুরত আলী সিদ্দিকীয়া ১নং পৌর কবরস্থান জামে মসজিদে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের হুগলীর ফরফুরা দরবার শরীফের পীর সাহেব এবং লন্ডনের ব্রিটিশ মিউজিয়ার ও এ কে আলীগড় বিশ্ববিদ্যালয়ের মেম্বার ড. আল্লামা মেহরাব সিদ্দিকী আল কোরাইশি।
নতুন বাজার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজনে আয়োজিত এ মাহফিলে প্রধান অতিথি উপস্থিত থাকবেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার)। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন, এ মাহফিলের অন্যতম আয়োজক বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খান ও রাজবাড়ী পৌরসভার ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান মিজান। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন, ভারতের হুগলীর ফরফুরা দরবার শরীফের আওলাদে রাসুল সৈয়দ মোঃ মইন উদ্দিন ওরফে কাওসার হুসাইন ও জেলার পাংশার শাহজুই কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সপাল ড. খন্দকার মোঃ মাহবুবুর রহমান। মাহফিলে সভাপতিত্ব করবেন, নতুন বাজার মাহফিল ইন্তেজামিয়া কমিটির সভাপতি আলহাজ¦ মোঃ তোয়াহা সিদ্দিকী। মাহফিল পরিচালনা করবেন, নতুন বাজার নুরে মনির সুরত আলী সিদ্দিকীয়া ১নং পৌর কবরস্থান জামে মসজিদের ইমাম মাওলানা আরিফুজ্জামান। এ মাহফিলে সকল ধর্মপ্রাণ মুসুল্লীদের আগমনের আহবান জানিয়েছেন, নতুন বাজার মাহফিল ইন্তেজামিয়া কমিটির আয়োজকরা।
অপরদিকে, আগামী ৮ ফেব্রুয়ারী দুপুরে কালুখালীর রতনদিয়া ইউনিয়নের তোফাদিয়া গ্রামের অবস্থিত বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক ইঞ্জিনিয়ার মনিরুজ্জামান খানের বাড়ীতে সুরত আলী খানের ষষ্ঠ মৃত্যু বার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা এবং একইদিন বিকালে কালুখালী ষ্টেশন মাঠে অনুষ্ঠিত হবে ওয়াজ মাহফিল। ওই দু’টি অনুষ্ঠানেও ভারতের হুগলীর ফরফুরা দরবার শরীফের পীর সাহেব ড. আল্লামা মেহরাব সিদ্দিকী আল কোরাইশি ও অন্যান্য অতিথিরা অংশ গ্রহণ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়