ছাগল চুরি করতে গিয়ে রাজবাড়ীতে বিদেশী পিস্তাল ও গুলিসহ জনতার হাতে আটক ২
- Update Time : ১০:৪৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৮ অগাস্ট ২০২৪
- / ৭২১ Time View
module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 4865; AI_Scene: (-1, -1); aec_lux: 314.21893; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;
ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
ব্যাটারী চালিত ইজিবাইক নিয়ে ছাগল চুরি করতে গিয়ে বিদেশী পিস্তল ও গুলিসহ জনতা দুই জন দূর্বৃত্তকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। এ ঘটনায় আজ রবিবার সকালে রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গত শনিবার বিকালে রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা ফাযিল মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলা সদরের পাঁচুরিয়া ইউনিয়নের মাইটকোর এলাকার করিম শেখের ছেলে আমির শেখ ও পশ্চিম নলডুবি এলাকার লতিফ শেখের ছেলে কাদের শেখ।
স্থানীয়রা জানিয়েছেন, আলম শেখ ও কাদের শেখ পাঁচুরিয়া ইউনিয়নের মরডাঙ্গা মাদ্রাসার কাছ থেকে ছাগল চুরি করতে গিয়ে এলাকাবাসির হাতে আটক হয়। এ সময় তাদের কাছে পাকিস্তানের তৈরী একটি পিস্তল, তিন রাউন্ড গুলি পাওয়া যায়। পরে রাজবাড়ী থানা পুলিশের খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইজি বাইক, অস্ত্র ও গুলি উদ্ধারের পাশাপাশি তাদের দুই জনকে গ্রেপ্তার করে নিয়ে আসে।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখায়রুল আলম প্রধান বলেন, ১৯৭৪ সালের অস্ত্র আইনের ১৯ (এ) ধারায় আলম শেখ ও কাদের শেখকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে। রবিবার বিকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়