উৎসবমুখর পরিবেশে রাজবাড়ীতে “তথ্য মেলা” উদ্বোধন

- Update Time : ১১:২৬:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪
- / ৩০ Time View
রুবেলুর রহমান, ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
“তথ্যই শক্তি, জানবো, জানাবো, দুর্নীতি রুখবো” এর প্রতিপাদ্যকে ধারন করে রাজবাড়ীতে দুই দিনব্যাপী ‘তথ্য মেলা” শুরু হয়েছে। আজ মঙ্গলবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ উদ্যোগে রাজবাড়ী জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক) -এর আয়োজনে আজাদী ময়দানে এই মেলার উদ্বোধন করা হয়েছে।
এ মেলায় জেলা পর্যায়ে সেবাদানকারী ৩০টি সরকারি বিভিন্ন দপ্তর থেকে প্রথমদিন বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীসহ প্রায় আট শতাধিক নাগরিক বিভিন্ন স্টল থেকে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে প্রয়োজনীয় ধারনা নেন ও কাক্সিক্ষত তথ্য সেবা গ্রহন করেন।
সকাল সাড়ে ১১টার দিকে এ তথ্য মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষনা করেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন, সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিদ্ধার্থ ভৌমিক, অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব, টিআইবি’র ঢাকা ক্লাস্টার কো অর্ডিনেটর-সিই মোঃ মাহান উল হক নোবেল। সভাপতিত্ব করেন, জেলা সনাকের সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান। স্বগত বক্তৃতা করেন, তথ্য মেলা বাস্তাবায়ন বিষয়ক উপ-কমিটির আহবায়ক সৌমিত্র শীল চন্দন। সঞ্চালনায় ছিলেন, সনাক সদস্য সানজিদা আকতার ও জাহাঙ্গীর হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ‘ অধিকার আইন -২০০৯ সম্পর্কে না জানার কারনে অনেক সময় নাগরিকরা তাদের সেবা ঠিকমত পায় না। তথ্য অধিকার আইন জানা ও জানানো প্রত্যেক সরকারি-বেসরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ দায়িত্ব। তথ্য অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে সকল সরকারি-বেসরকারি দপ্তরের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। একইসাথে নাগরিকদেরও আরও সচেতন হয়ে তথ্য প্রাপ্তির আবেদন করার প্রতিও গুরুত্ব আরোপ করেন। সেবাদানকারী প্রতিষ্ঠানগলোর শুধু তথ্য প্রদানই নয় বরং আন্তরিকতার সাথে সেবা নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষের যেন কোন ভোগান্তি না হয় সেদিকে সবোর্চ্চ গুরুত্ব দিতে হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়