১২০ টাকায় পুলিশ কনস্টেবলের চাকুরী পেলেন রাজবাড়ী ৩১ মেধাবী, আনন্দের কান্না

- Update Time : ১০:৫৪:২৮ অপরাহ্ন, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪
- / ৩২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ-২০২৪ চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে ৩১ জনের রোল নম্বর প্রকাশ করা হয়। যার মধ্যে ৮ জন নারী রয়েছে। আজ রবিবার রাত ৯টার দিকে এই ফলাফল প্রকাশ করেন, রাজবাড়ীর পুলিশ সুপার মোছা ঃ শামিমা পারভীন। ওই ফলফল প্রদান অনুষ্ঠানে হতদরিদ্র পরিবারের মেধাবীরা মাত্র ১২০ টাকা ব্যয়ে চাকুরী পাওয়ায় আনন্দে কান্না করেন। সেই সাথে তাদের পারিবারিক দুরবস্থার চিত্রও তুলে ধরেন। যা রাজবাড়ীর পুলিশ লাইনের পরিবেশ ভারি করে তোলে।
অপর দিকে এই নিয়োগ পরীক্ষায় যুক্ত থেকে স্বচ্ছতার বিষয়টি তুলে ধরেন, গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) লুৎফুল কািবর চন্দন ও মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী হুমায়ন রশিদ। সার্বিক সহযোগিতায় ছিলেন, রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব। পরে পুলিশ সুপার ৩১জনকেই ফুলেল শুভেচ্ছা জানান এবং পরবর্তী কার্যক্রমের নির্দেশনা প্রদান করেন।
জানাগেছে, দুই সহস্রাধিক প্রার্থী এই নিয়োগ পরীক্ষায় আবেদন করেন। সকল প্রকার বাছাই শেষে ১০৭ জনের পরীক্ষা গ্রহণ করা হয়। যাদের মধ্যে ৩১ জন নিয়োগ পান এবং ৫ জনকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। নিয়োগ প্রাপ্তদের মধ্যে ৮জন নারী সদস্য রয়েছেন।
এ নিয়োগ প্রসঙ্গে রাজবাড়ীর পুলিশ সুপার মোছা ঃ শামিমা পারভীন বলেন, এবারের নিয়োগে অত্যান্ত স্বচ্ছতার মাধ্যমে সম্পূর্ণ করা হয়েছে। এতে করে হতদরিদ্র পরিবারের অত্যান্ত মেধাবী সন্তানরা মাত্র ১২০ টাকা ব্যয় করে পুলিশ কনস্টেবল পদে চাকুরীর সুযোগ পেয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়