ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে উল্টো রথযাত্রা পালিত

নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৯:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ১৫ জুলাই ২০২৪
- / ৬৯ Time View
স্বপন বিশ্বাস, রাজবাড়ী বার্তা ডট কম :
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষেরা শ্রী শ্রী জগন্নাথের ফিরতি (উল্টে)রথযাত্রা -২০২৪ পালন করেছে। সনাতন সম্প্রদায়ের মানুষয়েরা এই রথযাত্রায় অংশ গ্রহণ করে এবং রথের দড়ি টানেন।
সোমবার (১৫জুলাই) বিকালে রাজবাড়ী শহরের নতুন হরিসভা মন্দির থেকে পুরাতন হরিসভা মন্দিরে ফিরতি (উল্টে) রথযাত্রা টানা হয়।
শ্রী শ্রী জগন্নাথের রদযাত্রাটি গত শনিবার (৭জুলাই) রাজবাড়ীর পুরাতন হরিসভা মন্দির থেকে বিকাল সাড়ে পাঁচটায় শুরু হয়ে নতুন হরিসভা মন্দিরে শেষ হয়। ওই রথযাত্রায় হিন্দু সম্প্রদায়ের মানুষের অংশ গ্রহণ ছিল চোঁখে পরার মত। পুরাতন হরিসভা মন্দির কমিটির আয়োজনে রথযাত্রাটি অনুষ্ঠিত হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০