রাজবাড়ীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ
- Update Time : ১১:০৩:২১ অপরাহ্ন, রবিবার, ৭ জুলাই ২০২৪
- / ৩৯ Time View
রুবেলুর রহমান, ইমরান হোসেন মনিম, আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ রবিবার (৭জুলাই) সকাল ১১টায় রাজবাড়ী সদর উপজেলা পরিষদ হলরুমে চেক ও ঢেউ টিন বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ঐচ্ছিক তহবিল থেকে অনুদান, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থদের মাঝে চেক ও ঢেউ টিন বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম -এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম নওয়াব আলী, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাহিদুল আলম রাজু, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নাহার, প্রকল্প কর্মকর্তা মোঃ মানোয়ার মাহমুদ ।
এমপি কাজী কেরামত আলী বলেন, এ বছরে ৬৩ বান্ডিল টিন এসেছে এবং প্রত্যেক ব্যাক্তির জন্য এক বান্ডিল টিন ও তিন হাজার টাকা বিতরণ করা হচ্ছে। সামনে আবার বরাদ্দ হলে নতুন করে আরও অনুদান দেওয়া হবে।
রাজবাড়ী সদর উপজেলা পরিষদের আয়োজনে ক্ষতিগ্রস্থদের মাঝে ৬৩ বান্ডিল টিন ও তিন হাজার হাজার টাকা এবং ৪৯টি চেক ১লক্ষ ৮০ হাজার টাকা প্রদান করা হয়। এ চেক গুলো জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি’র ঐচ্ছিক তহবিল থেকে অনুদান দেওয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়