ঈদুল আযহা : দৌলতদিয়ায় ঘরমুখো মানুষের ঢল, এসপি’র পরিদর্শন
- Update Time : ০৭:৩৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪
- / ৩৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পবিত্র ঈদুল আযহায় প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে মানুষ। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ঘরে ফেরা মানুষের চাপ বেড়েছে। তবে অনেকটা ভোগান্তি ছাড়াই পাটুরিয়া থেকে লঞ্চ ও ফেরিতে পার হয়ে যাত্রীরা দৌলতদিয়া প্রান্তে আসছেন।
শনিবার সকাল থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় এমন চিত্র দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে শুরু করায় লঞ্চ ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে আসছে। এ ছাড়া প্রতিটি ফেরিতে যাত্রীবাহী বাসের পাশাপাশি মোটরসাইকেল, প্রাইভেটকার ও যাত্রীর সংখ্যা চোখে পড়ার মতো। যাত্রীরা এপারে দৌলতদিয়া বাস টার্মিনালে এসে বিভিন্ন যানবাহনে গন্তব্যে যাচ্ছেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে দৌলতদিয়া ঘাট পরিদর্শন করেন রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ। এসময় তিনি জানান, যাত্রী ও গরু বাহি যানবাহন পারাপার নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, যে কারনে ভোগান্তি ছাড়াই সবাই গন্তব্যে যেতে পারছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়