রাজবাড়ী সদর উপজেলা পরিষদ নির্বাচন, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা
- Update Time : ১০:৫৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
- / ৪৩ Time View
আব্দুল হালিম বাবু, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিস ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (১৬মে) দুপুর ১২টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়াতনে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল আলম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু কায়সার খান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার জি এম আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা ম্যাজিট্্েরট ও রিটার্নিং কর্মকর্তা মোছা. মোরশেদা খাতুন। এতে আরও উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা নূর আমিন, রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইফতেখারুল আলম প্রধান।
এসময় জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আপনারা যারা ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। আপনারা সকলেই অনেক দক্ষ। জাতীয় নির্বাচনে আপনাদের দক্ষতার পরিচয় দিয়েছেন। আপনাদের আরও আন্তরিক হয়ে কাজ করতে হবে। সবাই নিরপেক্ষ থাকবেন। নিরপেক্ষ থেকে ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা করবেন।
সদর উপজেলা নির্বাচনে ১৩০ জন প্রিসাইডিং কর্মকর্তা, ৭৮০জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ৩০০জন পোলিং অফিসারকে দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় ধাপে ২১ মে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচনে চেয়ারম্যান পদে দুইজন, ভাইসচেয়ারম্যান পদে ১০জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। চেয়ারম্যান প্রার্থীরা হলেন এস এম নওয়াব আলী (আনারস) ও রাকিবুল হাসান পিয়াল (দোয়াত-কলম)। ভাইস চেয়ারম্যান পদপ্রার্থীরা হলেন খান মোহাম্মদ জহুরল হক (মাইক), গণেশ মিত্র (পালকী), নাহিদুল ইসলাম রাজু (গ্যাস সিলিন্ডার), মো. আ. মান্নান মুসুল্লী (চশমা), ইয়াছির আরাফাত রামিম (তালা), মোহন মোল্লা (টিউবওয়েল), রায়হান চৌধুরী ( বৈদ্যুতিক বাল্ব), রাশেদুল হক (বই), শাহীন মোল্লা (উড়োজাহাজ) ও হরিপদ সরকার রানা (টিয়াপাখি)। মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন আলেয়া বেগম (বৈদ্যুতিক পাখা), চম্পা খাতুন (প্রজাপতি), মর্জিনা বেগম (সেলাইমেশিন), লুৎফুন নাহার (ফুটবল), শাহিনুর আক্তার (হাঁস) ও হামিদা বেগম (কলস)।
প্রসঙ্গত, রাজবাড়ী সদর উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৮ হাজার ৬৪০জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৬ হাজার ১২৯জন, নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৫০৫জন, হিজড়া ভোটার ৬জন। ভোট কেন্দ্র ১১৫টি। ভোট কক্ষ ৭৬৯টি।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়