ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ীর আয়োজনে ২৬ ও ২৭ এপ্রিল ৩য় ক্যারিয়ার ফেস্ট
- Update Time : ১০:১৭:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ক্যারিয়ার ক্লাব অব রাজবাড়ী নামে শিক্ষার্থীদের দাড়া পরিচালিত একটি সংগঠনের আয়োজনে প্রতিবারের ন্যায় এবারো আয়োজিত হতে চলেছে ক্যারিয়ার ফেস্ট। এবারে তাদের ৩য় আয়োজন। আগামী ২৬ ও ২৭ এপ্রিল দুইদিনব্যাপী, ইয়াছিন উচ্চ বিদ্যালয়ে আয়োজিত হতে চলেছে ৩য় ক্যারিয়ার ফেস্ট-২০২৪।
দুই দিন ব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানের প্রথম দিন, অর্থাৎ ২৬ আগস্ট সকাল ১০ টায় অনুষ্ঠানের উদ্বোধন করবেন দুইবার এভারেস্ট জয়ী একমাত্র বাংলাদেশী এম এ মুহিত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ীর জেলা প্রশাসক জনাব আবু কায়সার খান। মোট ৪৭ টি বিষয়ে ৫ বিভাগে এবারে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে রাজবাড়ী জেলার সহস্রাধিক শিক্ষার্থী।
অনুষ্ঠানে আরো বিশিষ্টজন উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন নিম ফাউন্ডেশন এর সম্মানিত চেয়ারম্যান ড. এম এ হাকিম। আরো উপস্থিত থাকবেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব জনাব রাশিদুল ইসলাম। প্রতিযোগিতার পাশাপাশি আয়োজনে থাকবে ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন সেমিনার। সেমিনারে বাংলাদেশ নি ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. এম এ হাকিমসহ বিশিষ্ঠজনেররা বক্তৃতা করবেন। ২৭ এপ্রিল পুরস্কার বিতরণ এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়