এমপি কাজী কেরামত আলীর উদ্যোগে রাজবাড়ীর ১১ শত নারী ও পুরুষের মাঝে শাড়ী ও লুঙ্গি বিতরণ
- Update Time : ১০:৫৯:১৫ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪
- / ৭৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর উদ্যোগে ১ হাজার ১শত নারী ও পুরুষকে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
আজ রবিবার সকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এই বিতরণী অনুষ্ঠান করা হয়।
এ সময় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী আগতদের হাতে এ সব শাড়ী ও লুঙ্গি তুলে দেন।
সে সময় উপস্থিত ছিলেন, হেদায়েত আলী সোহরাব, কাজী পলাশ, আজগর আলী বিশ^াস, এ্যাডঃ উজীর আলী শেখ, শফিকুল ইসলাম শফি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদসহ অন্যান্যরা।
জানাগেছে, ঈদ উপহার স্বরুপ রাজবাড়ী পৌরসভা, সদর উপজেলার খানগঞ্জ, চন্দনী, মিজানপুর, দাদশী ও বরাট ইউনিয়নের ৮৫০ জনকে শাড়ী ও ২৫০ জনকে লুঙ্গি প্রদান করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়