রাজবাড়ীর আওয়ামীলীগ নেতা রওশনের বাবা ডাঃ এনায়েত পীর আর নেই
- Update Time : ১০:৩৭:২৩ অপরাহ্ন, রবিবার, ১০ মার্চ ২০২৪
- / ১৯৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পূর্ব অঞ্চলের সাবেক সভাপতি, জেলা শহরের ধুঞ্চী গ্রামের বাসিন্দা, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলীর ব্যক্তিগত সহকারী এনায়েতুন হাসনাইন রওশনের বাবা ও রাজবাড়ী বাজারের খলিফাপট্টির প্রবীণ হোমিও চিকিৎসক ডাঃ এনায়েত পীর (৯০) আজ রবিবার সকাল ৯ টায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।)
মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্নীয়-স্বজন রেখে গেছেন। সন্ধ্যা ৭টার দিকে শহরের সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে স্থানীয় ২৮ কলোনী কবরস্থানে দাফন করা হয়।
ডাঃ এনায়েত পীরের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী গভীর শোক প্রকাশ করার পাশাপাশি জানাজায় অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়