রাজবাড়ী সদর হাসপাতালে আগত রোগীর স্বর্ণের চেন চুরি, ফের নারী চোরদের আনাগোনা, গ্রেপ্তার ১, পালিয়েছে ৩
- Update Time : ১১:২৩:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ২৮৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর হাসপাতালে আগত নারী রোগীদের কাছ থেকে পুনঃরায় স্বর্ণালংকার চুরি ঘটনা ঘটেছে। ইতোপূর্বে একাধিকবার ওই নারী চোর চক্রের সদস্যদের আটক করা হয়েছে। তবে আটকের পর স্বল্প সময়ের জন্য সংঘবদ্ধ চোরেদের আনাগোনা কমলেও বন্ধ হচ্ছে না এই চুরি।
গত বৃহস্পতিবার দুপুরেও এমন ঘটনা ঘটেছে রাজবাড়ী সদর হাসপাতালে টিকেট কাউন্টারের সামনে। সে সময় রাজবাড়ী জেলা সদরের মাধব লক্ষীকুল গ্রামের ভানু হলদারের অসুস্থ স্ত্রী অর্চনা হলদারের গলায় থাকা ৩৫ হাজার টাকা মূল্যের ৬ আনা ওজনের একটি স্বর্ণের চেন চুরি হয়েছে। তবে হাতেনাতে উপস্থিত লোকজন ওই সময় চোর চক্রের অন্যতম সদস্য ও ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের ডরমন্ডল গ্রামের মুক্তাইনের স্ত্রী মোছাঃ আনু বেগম (৩৫) কে আটক করতে সমর্থ হয়। তবে ওই সময়ই গা ঢাকা দেয় আর তিন নারী চোর।
তারা হলো, ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের ডরমন্ডল গ্রামের শফিকুল ইসলাম ওরফে শফিকের স্ত্রী রোজিনা বেগম (৩৫) ও একই গ্রামের কোবাদ হোসেনের স্ত্রী আবুনি (৪০)সহ অজ্ঞাত পরিচয়ের অপর এক জন।
এ ঘটনায় শুক্রবার সকালে ক্ষতিগ্রস্থ অর্চনা হলদারের ছেলে ঝন্টু হলদার (৪২) বাদী হয়ে ওই চার জনের নামে রাজবাড়[ী থানায় একটি মামলা দায়ের করেছে।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও রাজবাড়ী থানার এসআই অমিত কুমার বাগচী জানান, ইতোমধ্যেই ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগরের ডরমন্ডল গ্রামের মুক্তাইনের স্ত্রী মোছাঃ আনু বেগম (৩৫) কে গ্রেপ্তার করে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে। অন্যান্য চোরদের গ্রেপ্তারে অভিযান চলছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়