বার্থা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

- Update Time : ১১:১২:২৫ অপরাহ্ন, বুধবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৪
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলা বানীবহ ইউনিয়ন বার্থা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে বার্থা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রসঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ মাহাতাব হোসেন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী।
এমপি কাজী কেরামত আলী বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তোমরা বেশি বেশি পড়াশোনা করবে নিজেকে উন্নত করে গড়ে তোলার জন্য শিক্ষিত নম্র ভদ্র বিশিষ্ট ব্যক্তিদের অনুসরন করতে হবে। আগামীতে দেশ পরিচালনায় তোমাদেরকেই ভুমিকা পালন করতে হবে, তাই দেশের মানুষ তোমাদের মুখের দিকে তাকিয়ে রয়েছে। সকল ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গ কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে জানার জন্য বই পড়ার বিকল্প আমি ভাবছি না। মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। আমি প্রত্যেকটি স্কুলের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আর আওয়ামী লীগ সরকার ধাপে ধাপে পরিপূর্ণ করছে। তিনি শিক্ষকদেরকে প্রত্যেক শিক্ষার্থীর প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান। একটা স্কুলের মান নির্ভর করে প্রধান শিক্ষকের নেতৃত্বের উপর। আমি উন্নয়ন করবো আমার প্রতিওতো আপনাদের লক্ষ্য রাখতে হবে। ভালোবাসা দিবসে আমি সবাইকে ভালোবাসা দিলাম, আমার জন্যও দোয়া করবেন। এই স্কুলের বাকি উন্নয়ন কাজ করে দিব। আলোচনা শেষে গান পরিবেশন করেন এমপি কাজী কেরামত আলী।
বিশেষ অতিথি ছিলেন, বানীবহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেফালী আক্তার, বানীবহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ গোলাম মোস্তফা বাচ্চু, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী লুৎফর রহমান, বানীবহ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউনুস আলী মোল্লা, বার্থা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ আক্কাস আলী বিশিষ্ট সমাজ সেবক আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বার্থা উচ্চ বিদ্যলয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ শাহজাহান আলী। অনস্ঠান সনঞ্চালনা ছিলেন বার্থা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ দাউদ পাটোয়ারী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়