রাজবাড়ীতে ফারিয়া’র নির্বাচন,পুনরায় সভাপতি মিঠু ও সম্পাদক সাগর নির্বাচিত
- Update Time : ১০:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১০ ফেব্রুয়ারী ২০২৪
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ফার্মাসিউটিক্যাল্স রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) রাজবাড়ী জেলা শাখা ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাজবাড়ীর কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়ামে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সৈয়দ আলী ইকবাল মিঠু সভাপতি এবং সাগর চক্রবর্তী সাধারণ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
এ নির্বাচনে ২৭২জন ভোটারের মধ্যে ২৫২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। নির্বাচনে ৭ জন বিনা প্রতিদ্বন্দীতায় এবং সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৭ জন সরাসরি নির্বাচনে প্রতিদ্বন্দীতা করে।
নির্বাচনে বিজয়ীরা হলো, সভাপতি সৈয়দ আলী ইকবাল মিঠু, সহ-সভাপতি কামরুল হাসান লিফটন, মোঃ রাকিবুল হাসান ও আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সাগর চক্রবর্ত্তী, সহ-সাধারণ সম্পাদক মামুনুর রশিদ ও মোঃ দিদার, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুল গাফফার।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলোন, অর্থ সম্পাদক মোঃ বেল্লাল হোসেন, ক্রিয়া সম্পাদক অজয় কুমার রায়, দপ্তর সম্পাদক নাসিরুল হক সাবু, কার্যকরি সদস্য উজ্জল ও রাজন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়