রাজবাড়ী লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
- Update Time : ১০:০৪:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৯ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬৮ Time View
সিনান আহম্মেদ শুভ, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী লেডিস ক্লাবের উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার বিকালে রাজবাড়ীর অফিসার্স ক্লাবে নানা রকম পিঠাপুলির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রেলপথ মন্ত্রী মোঃ জিল্লুল হাকিম।
লেডিস ক্লাবের সভাপতি ও জেলা প্রশাসকের সহধর্মীতি জিনাত আফরীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু কায়সার খান, পুলিশ সুপার জি,এম আবুল কালাম আজাদ, জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) রাজবাড়ী শাখার সভানেত্রী হালিমা আখতার শিরীনসহ অন্যান্যরা।
সে সময় রেলপথ মন্ত্রী বলেন, পিঠা বাঙ্গালীর কৃষ্টি, বাঙ্গালীর সংস্কৃতি। একটা দিন হলেও আমরা ঝালাই করে নিচ্ছি। এটা আমাদের কাছে খুবি একটা উৎসবের বিষয়। বছরে একবার হলেও বাঙ্গালীর কৃষ্টি, বাঙ্গালীর উৎসব ধরে রাখার চেষ্টাকে আমরা সাদুবাদ জানাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়