রাতারাতি কেজি ২১০ টাকা, রাজবাড়ীতে হুহু করে বাড়ছে পেঁয়াজের দাম
- Update Time : ০৯:৩৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ভারতীয় পেঁয়াজ রপ্তানি বন্ধের ঘোষণায় রাজবাড়ীর পেঁয়াজ বাজারে হু হু করে বাড়ছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে দাম বেড়েছে ৭০ থেকে ৮০ টাকা। শনিবার বিকেল পর্যন্ত রাজবাড়ীর বড় বাজারের আড়ৎ ও খুচরা বাজারে পেঁয়াজের কেজি ২০০ থেকে ২১০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে।
ক্রেতা নেকবর আলী, সেলিনা আক্তার, রেহেনা বেগম বলেন, বাজার মনিটরিংয়ের অভাবে হঠাৎ করে পেঁয়াজের দাম বেড়েছে। রাতারাতি এভাবে দাম বাড়লে তারা কিভাবে পেঁয়াজ কিনবেন তা ভেবে পাচ্ছেন না। যে কারণে প্রয়োজনের তুলনায় সামান্য পরিমান কিনে বাসায় যাচ্ছেন।
খুচরা ব্যবসায়ী লোকমান শেখ ও আব্দুর রাজ্জাক বলেন, তাদের কিছু করার নেই। বাজারে আমাদানি কম থাকায় দাম বেড়েছে। আড়ৎ থেকেই এই দাম বৃদ্ধি করা হয়েছে। যে কারণে তারাও বাধ্য হচ্ছেন বেশি দামে পেঁয়াজ বিক্রি করতে। মুড়িকাটা পেঁয়াজ পুরোদমে বাজারে উঠলে সে ক্ষেত্রে দাম কিছুটা কমবে বলে তারা ধারনা করছেন।
শনিবার বিকালে রাজবাড়ীর খুচরা বাজারে দেশি পেঁয়াজ প্রতিকেজি ২১০ টাকা, ছাল পচা ১২০ থেকে ১৫০ টাকা, মুড়িকাটা ১৫০ থেকে ১৬০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়।
রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান জানিয়েছেন, বিষয়টি তারা জেনেছেন। যে কারণে বাবার মনিটরিং-এর জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়