গোয়ালন্দে চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপসহ বিভিন্ন মামলার ৩ আসামী গ্রেপ্তার
- Update Time : ০১:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ১৪ অগাস্ট ২০২২
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশী অভিযানে চুরির ঘটনায় ব্যবহৃত পিকআপসহ একজন ও ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
গত শনিবার (১৩ আগস্ট) গোয়ালন্দঘাট থানা পুলিশ কর্তৃক প্রযুক্তি ব্যবহার করে নরসিংদী জেলার নরসিংদী সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে গোয়ালন্দঘাট থানার মামলা নং-১৯, তারিখ-১১/০৭/২০২২ খ্রিঃ ধারা-৩৭৯ পেনাল কোড এর ঘটনার সাথে জড়িত আসামী নরসিংদী সদর থানার ব্রাহ্মনপাড়া গ্রামের সাগর ঘোষের ছেলে আনন্দ ঘোষ (১৯) কে মামলার চুরির ঘটনায় ব্যবহৃত একটি পিকাপসহ গ্রেপ্তার করা হয়।
এছাড়াও গোয়ালন্দ ঘাট থানা এলাকায় অভিযান পরিচালনা করে সিআর নং-১৭৪/২২ এর পরোয়ানাভুক্ত আসামী গোয়ালন্দ ঘাট থানার উত্তর দৌলতদিয়া নতুনপাড়ার মোঃ নুর আলী মন্ডলের ছেলে মোঃ চাঁদ আলী মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-০২(০৮)২২ এর ঘটনার সাথে জড়িত আসামী রাজবাড়ী সদর উপজেলার সুর্যনগর বর্তমান গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া মজিদ শেখের পাড়া (লঞ্চঘাট এর পাশে) মোঃ মনোয়ার মন্ডলের ছেলে মোঃ জহিরুল মন্ডল (২৬) কে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়