রাজবাড়ীতে ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যর ব্যবহার বিষয়ক কর্মশালা
- Update Time : ০৮:৩২:৩৯ অপরাহ্ন, শনিবার, ২১ মে ২০২২
- / ১৯ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে হিউম্যানিটি ফাউন্ডেশন আয়োজিত বিচারক, আইনজীবি, পুলিশ ও চিকিৎসক সহ অন্যান্যদের নিয়ে দিনব্যাপী ফৌজদারী বিচার ব্যবস্থায় ফরেনসিক ও বৈজ্ঞানিক সাক্ষ্যর ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার মধ্য দিয়ে এ কর্মশালা শুরু করা হয়।
রাজবাড়ী জেলা ও দায়রা জজ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হিউম্যানিটি ফাউন্ডেশনের চেয়ারম্যান এ্যাডঃ সফিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক জয়ন্তী রুপা রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, জেলা বারের সভাপতি এ্যাডঃ এটিএম মোস্তফা।
কর্মশালা পরিচালনা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক ও কাউন্সিল অব ফরেনসিক সায়েন্স এডুকেটরের সদস্য কাজী মাহফুজুল হক সুপন। এতে পুলিশ সদস্য, আইনজীবি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।
কর্মশালায় আতœহত্যার প্রবণতা, অতœহত্যার ধরণ, হত্যা ও আতœহত্যার মধ্যে পার্থক্য তুলে ধরা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়