রাজবাড়ী থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজা, ইয়াবাসহ গ্রেপ্তার ৫
- Update Time : ১০:৫৬:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৬ মে ২০২২
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর থানা পুলিশের সদস্যরা গত রবিবার রাতভর অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা সহ ২ জন আসামী এবং ৩০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ৩ (তিন) জনসহ ৫ জন গ্রেপ্তার করেছে।
জানাগেছে, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাত হোসেনের এই অভিযান পরিচালনা করা হয়। সে সময় থানার অফিসার এসআই মুন্সী কামরুজ্জামান, এসআই কামরুজ্জামান শিকদার, এসআই আতিয়ার শিকদার, এসআই বোরহান উদ্দিন, এএসআই রাশেদুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের কাজীবাধা গ্রামের আব্দুল আজিজ খাঁনের ছেলে রয়েল খাঁন (৪০), মৃত জালাল শেখের রাজ্জাক শেখ (৩০), সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর (মাস্টারপাড়া) গ্রামের মৃত নুরু বেপারীর ছেলে মোঃ আবুল বেপারী (৪৩), রামকান্তপুর (মধ্যপাড়া) গ্রামের মোঃ হালিম মিয়ার ছেলে তুহিন আহম্মেদ রুবেল (২৯) এবং মহিষবাথান গ্রামের মোঃ জয়নাল ভূইয়ার ছেলে মোঃ আকতার ভূইয়া (৩২)।
গ্রেপ্তারকৃতদের সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়