রাজবাড়ীতে বাড়ছে করোনা, ২৪ ঘন্টায় আক্রান্ত ১৪ –
- Update Time : ০৭:৩১:৪৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
- / ১৮ Time View
রুবেলুুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তদের সংখ্যা। ২৪ ঘন্টায় ১৪ জন রোগী সনাক্ত হয়েছে।
বুধবার বিকালে রাজবাড়ী সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানাযায়।
জানা যায়, আজ (১৯ ডিসেম্বর) রাজবাড়ী সদর হাসপাতাল, পাংশা ও গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে মোট ৪৬ জনের র্যাপিট এন্টিজেন্ট টেস্ট করে ১৪ জনের পজেটিভ হয়। এরমধ্যে সদরে ৮ জন, পাংশা ও গোয়ালন্দে ৩ জন করে ৬ জন। এছাড়া জেলায় এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৬১৫ জন, সুস্থ্য হয়েছে ১০ হাজার ৪৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৭২ জনের। বর্তমানে হাসপাতালে কোন রোগী ভর্তি না থাকলেও হোম আইসোলেশনে চিকিৎসারত আছেন ৪৪ জন।
এদিকে জেলায় করোনায় আক্রান্তদের সংখ্যা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করছেন সুধিজনেরা। এছাড়া সরকারের নির্দেশনা উপেক্ষা করে স্বাস্থ্য সুরক্ষার মাস্ক পড়তে দেখা যায়নি পথচারীসহ অনেককে। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে জেলা প্রশাসন মোবাইল কোর্ট অব্যাহত রেখেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটোন জানান, নতুন করে আবার আক্রান্তের সংখ্যা বাড়ছে। সবাইকে সচেতন হবার পাশাপাশি মাস্ক পড়তে হবে। তাছারা আজ শিক্ষার্থীদের ভ্যাকসিন দেয়া শেষ হয়েছে । আগামীকাল থেকে পরিবহন সেক্টরের সঙ্গে জরিতদের ভ্যাকসিন দেয়া শুরু হবে। এবং বুস্টার ডোজ দেবার কার্যক্রম চলমান রয়েছে। এখন সচেতনতা সবচেয়ে জরুরী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়