নৌকা প্রার্থীর ৮ সমর্থককে মারপিটের ঘটনায় ৪৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২-
- Update Time : ১০:০৪:৪৯ অপরাহ্ন, শনিবার, ৮ জানুয়ারী ২০২২
- / ৩৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
পঞ্চম ধাপে গত বুধবার রাজবাড়ীর পাংশা উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ওই নির্বাচন শেষে জেলার পাংশা উপজেলার কশবামাজাইল বাজারে বিজয়ী ও পরাজিত ইউপি চেয়ারম্যানের সমর্থকদের সংঘর্ষে হয়েছে। সংঘর্ষে বিজয়ী নৌকা প্রার্থীর ৮ জন সমর্থক আহত হয়েছে। সেই সাথে ঘরবাড়ী, মোটরসাইকেল ও দোকান ভাংচুরের অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনার শনিবার ৪৫ জনকে চিহ্নিত করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে পাংশা থানায় একটি মামলা দায়ের করেছে। পুলিশ ওই মামলার ২ জন আসামিকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, গত শুক্রবার সন্ধ্যায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত আনাসর প্রতিকের আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রাকিবুল ইসলামের সমর্থকরা রামদা, হাতুড়ি, লাঠিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে স্থানীয় কসবামাজাইল বাজারের মুকুলের চায়ের দোকানের সামনে নবনির্বাচিত নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী শাহরিয়ার সুফল মাহমুদের সমর্থকদের উপর হামলা চালায়। সে সময় কশবামাজাইল গ্রামের শামসুদ্দিন শেখের ছেলে মতিবুল ইসলাম (২৭), রহমান সরদারের ছেলে ওহিদুল সরদার (৩৫), সামছেল মন্ডলের ছেলে মুকুল মন্ডল (৪৪), আবুল কাশেমের ছেলে আউয়াল (৪৫), ডেমনামারা গ্রামের আমজাদের মনোয়ার (২০), সিরাজ খানের জিকু খান (৩০), ইয়াকুব আলী বিশ্বাসের ছেলে খায়রুজ্জামান (৩২) ও নটাভাঙ্গা গ্রামের মৃত দাউদ আলী মন্ডলের মোসলেম মন্ডল (৬৫) আহত হয়। আহতদের পাংশা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পাংশা থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান জানিয়েছেন, এ ঘটনায় থানায় পাল্টা-পাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে। বিজয়ী প্রার্থীর পক্ষে ৪৫ জনকে চিহ্নিত করে এবং ১০/১২ জনকে অজ্ঞাত আসামি করে পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলার ২ জনকে গ্রেপ্তার করেছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়