গোয়ালন্দে র্যাবের অভিযান : আগ্নেয়াস্ত্রসহ যুবক গ্রেপ্তার –
- Update Time : ০৫:১০:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সদস্যরা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহিরচর দৌলতদিয়া ছাত্তার মেম্বাররের পাড়া গ্রামে অভিযান চালিয়ে মোঃ রমজান শেখ (২৮) কে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে দেশীয় তৈরী ১টি পাইপগান সদৃশ্য অস্ত্র উদ্ধার করা হয়েছে।
রমজান গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর দৌলতদিয়া কাশেম মেম্বারের পাড়ার মোঃ মাঈন উদ্দীন শেখের ছেলে। গত বুধবার রাত সাড়ে ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার হওয়া রমজান অস্ত্রের বৈধতা সম্পর্কে কোন তথ্য প্রমান দিতে পারেনি। যে কারণে অবৈধ অস্ত্র নিজের কাছে রাখার অপরাধে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য আলামত গোয়ালন্দ ঘাট থানায় প্রদান করা হয়েছে।
এ ঘটনায় বৃহস্পতিবার সকালে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়