বসন্তপুরে জাকিরের বিরুদ্ধে মির্জা বাবুর কর্মীকে হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন –

- Update Time : ০৯:৪৬:০৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৩৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের (বিদ্রোহী) প্রার্থী মো: জাকির হোসেন সরদারের বিরুদ্ধে অপর বিদ্রোহী প্রার্থী মির্জা বদিউজ্জামান বাবুর কর্মী মীর্জা আলাউদ্দীনকে হত্যা চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টার দিকে ইউনিয়নে মুচিদহ গ্রামের নিজ বাড়ীতে স্বতন্ত্র প্রার্থী মির্জা বদিউজ্জামান বাবু এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে মীর্জা বাবু অভিযোগ করেন, ভোট চাইতে গেলে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন তার কর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে গুলি করে হত্যার নির্দেশ প্রদান করেন। এ ঘটনায় তিনি রাজবাড়ী সদর থানায় অভিযোগ দিলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। দ্রুত সময়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে সুষ্ঠ নির্বাচনের পরিবেশ সৃষ্টির দাবী করেন তিনি।
সংবাদ সম্মেলনে, মো: লুৎফর রহমান মোল্লা, মীর্জা আনিসুর রহমান, মো: আকবর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়