রাজবাড়ী সদরের ১৪ ইউপি’র ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা –
- Update Time : ১০:৪৯:২৯ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
- / ১৬ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। এ নির্বাচনকে সামনে রেখে বুধবার সকালে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলা পরিষদ অডিটোরিয়া অনুষ্ঠিত হয় এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা।
সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান।
উপস্থিত ছিলেন, এনএসআই-এর উপ-পরিচালক শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, ডিআইও-ওয়ান সাইদুর রহমান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ সংশ্লিষ্ঠরা।
বক্তারা, সুষ্ঠ ও সুন্দর পরিবেশে সম্পূর্ণ নিপেক্ষতার সাথে ভোট গ্রহণ করার জন্য কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়