সুলতানপুরে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আঞ্জু চেয়ারম্যানে ছেলে সচিব-এর প্রচারনা তুঙ্গে –
- Update Time : ০৮:০২:৪২ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১
- / ৩৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
চতুর্থ ধাপে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আসছেন নতুন মুখ। প্রথম বারের মত এবার ওই ইউনিয়নের দুর্বৃত্তদের গুলিতে নিহত জনপ্রিয় চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জু’র একমাত্র সন্তান আসিকুর রহমান সচিব প্রার্থী হচ্ছেন। তার এই প্রার্থীতায় উৎসব মুখর হয়ে উঠেছে এখন পুরো ইউনিয়ন।
তার প্রার্থীতা ঘোষনার পর থেকে তিনি নিয়মিত ভাবে চালাচ্ছেন প্রচার প্রচারনা। এর অংশ হিসেবে সুলতানপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের জালদিয়া গ্রামে গত শনিবার সন্ধ্যায় করেছেন উঠান বৈঠক। ওই বৈঠকে তিনি ভোটারদের কাছে তার বাবার স্মৃতি চারণ করে অসমাপ্ত কাজ সমাপ্ত করতে ভোট প্রার্থনা করেন।
উল্লেখ্য, ২০০২ সালের ৩ আগষ্ট চিহ্নিত দূর্বৃত্তরা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় প্রকাশ্য গুলি করে হত্যা করে তৎকালিন সুলতানপুর ইউনিয়নের জনপ্রিয় চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুকে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়