রাজবাড়ীতে মঈন উদ্দিন খান বাদলের স্মরণ সভা অনুষ্ঠিত –
- Update Time : ০৯:৫১:০১ অপরাহ্ন, সোমবার, ১৫ নভেম্বর ২০২১
- / ৩১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল -বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি প্রয়াত জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল এর স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৪ টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত স্মরণ সভায় সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি স্বপন কুমার দাস ও সঞ্চালনা করেন, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সাধারন সম্পাদক উজ্জ্বল গুহ।
বক্তৃতা করেন, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক কমরেড এ্যাডঃ রেজাউর করিম রেজা, বাংলাদেশ জাসদ রাজবাড়ী জেলা শাখার সহ-সভাপতি নিখিল বিশ্বাস, মহান মুক্তিযুদ্ধের যুদ্ধকালীন কমান্ডার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি রাজবাড়ী জেলা শাখার অন্যতম নেতা বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাশেম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি খান মোঃ জহরুল হক, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী সদর উপজেলা শাখার সভাপতি অরুণ কুমার সরকার, গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ মাহবুব রহমান, বীর মুক্তিযোদ্ধা সাইফুল ইসলাম স্বপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির শাহাদৎ হোসেন, সাবেক ছাত্রনেতা এ্যাডঃ রফিকুল ইসলাম, এ্যাডঃ বিপ্লব রায়, সাংবাদিক সুমন বিশ্বাস, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ধীরেন্দ্র নাথ দাস।
আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ -বিসিএল, রাজবাড়ী জেলা শাখার সভাপতি জয় রাহা ও সাধারণ সম্পাদক স্বজন কুমার দাস সহ বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়