রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত –
- Update Time : ০১:২৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৯ সেপ্টেম্বর ২০২১
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) রাজবাড়ীর যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাহাবুর রহমান শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব দিলসাদ বেগম, জেলা প্রশাসক, রাজবাড়ী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাহউদ্দিন, জেলা সনাকের সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর।
আলোচনা সভায় ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের পক্ষ থেকে রাজবাড়ী জেলার সকল সরকারি দপ্তরের অফিসিয়াল ওয়েব সাইটের উপর পর্যবেক্ষনের প্রতিবেদন উপস্থাপন করে টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
সভায় বক্তাগণ তথ্য অধিকার দিবস এবং তথ্যের মাধ্যমে উন্নয়নের গুরুত্ব উল্লেখ করে বক্তব্য রাখেন। টিআইবি কর্তৃক সরকারি দপ্তরের ওয়েব সাইটের তথ্য ঘাটতির বিষয়ে সংশ্লিষ্ট অফিস প্রধানগণ দ্রুত ওয়েব সাইটে তথ্য হালনাগাদ করবেন বলে জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়