সভাপতি মাসুদুর এবং সম্পাদক শাহাদাৎ,৩৭ তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এসোসিয়েশন নির্বাচন –
- Update Time : ০৯:২৫:৪৩ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১
- / ১৮ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
গত ১০ সেপ্টেম্বর শুক্রবার ৩৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এসোসিয়েশন নির্বাচন ২০২১ অনুষ্ঠিত হয়। বিসিএস প্রশাসন ক্যাডার ৩৭ তম ব্যাচের কর্মকর্তাদের নিয়ে গঠিত ‘বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন’ নির্বাচন প্রথম নির্বাচন । অনলাইন ভোটিংয়ের মাধ্যমে এ নির্বাচনে সভাপতি পদে মাসুদুর রহমান ও সাধারণ সম্পাদক পদে শাহাদাৎ হোসেন নির্বাচিত হয়েছেন।
আট সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন পুরো নির্বাচন প্রক্রিয়ার সমন্বয় ও তদারকিতে ছিলেন। নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও কোষাধ্যক্ষ এই পাঁচ পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন। সভাপতি পদে নির্বাচিত হয়েছেন গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক পদে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার শাহাদাৎ হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মোঃ জুবায়ের হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার মাহামুদুল হাসান এবং কোষাধ্যক্ষ পদে বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত সহকারী কমিশনার সিমন সরকার।
নির্বাচিত কমিটি দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়