রাজবাড়ী শহরের ধুঞ্চিতে পানিতে ডুবে এক সাথে ২ বছর বয়সী দু’ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু –
- Update Time : ০৭:০২:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১
- / ২৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের ধুনচী গ্রামে পানিতে ডুবে মামাতো ও ফুপাতো দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে মৃত শিশুদের বাড়ীর পেছনের পুকুরে এই ঘটনা ঘটে।
মৃতরা হলো, ধুনচী গ্রামের কৃষক মনি চৌধুরীর একমাত্র সন্তান আলিফ (২) এবং আলিফের ফুপাতো বোন ও একই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী রমজান শেখের একমাত্র কন্যা রুমাইয়া (২)।
মৃত আলিফের চাচা সালাম রাজবাড়ী বার্তা ডট কম কে জানিয়েছেন, আলিফ ও রুমাইয়াদের বাড়ী পাশাপাশি। বিকালে তারা দু’জন খেলতে খেলতে বাড়ীর পেছনে যায় এবং সকলের অলক্ষে সেখানে থাকা একটি পুকুরের পানিতে পরে তলিয়ে যায়। বেশ কিছু সময় আলিফ ও রুমাইয়াকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে ওই পুকুরের পানিতে তাদের দেহ ভাসমান অবস্থায় পেয়ে দ্রুততার সাথে রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষনা করে।
হাসপাতালের সিনিয়র নার্স আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, শিশু দু’জন হাসপাতালে আনার পূর্বেই মারা গেছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়