রাজবাড়ী বাজারের ৪ দোকান থেকে ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার, জরিমানা আদায় –

- Update Time : ০৮:২১:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী বাজারের চার দোকান থেকে ২৩০ কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধারের পাশাপাশি ওই সব দোকান মালিকের কাছ থেকে ২৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জানাগেছে, রবিবার দুপুরে পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামানের নেতৃত্বে রাজবাড়ী বাজারের অভিযান পরিচালনা করা হয়। সে সময় বাজারের ভাই ভাই স্টোর থেকে ১৫০ কেজি পলিথিনের শপিং ব্যাগ উদ্ধারের পাশাপাশি দোকান মালিক পরিতোশ দত্তের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানার আদায় করা হয়, সৌরভ স্টোর থেকে ৬০ কেজি পলিথিনের শপিং ব্যাগ উদ্ধারের পাশাপাশি মালিক মোঃ আলতাফ হোসেনের কাছ থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়, মনোরঞ্জন সাহা স্টোর থেকে ১০ কেজি শপিং পলিথিন ব্যাগ উদ্ধারের পাশাপাশি দোকান মালিক শ্যামল কুমার সাহার কাছ থেকে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং রুদ্র এন্ড ব্রাদার্স থেকে ১০ কেজি উদ্ধার পলিথিন শপিং ব্যাগ উদ্ধারের পাশাপাশি ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ওই আদালত চলাকালে উপস্থিত ছিলেন, পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মিতা রানী দাসসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়