মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন –
- Update Time : ০৩:২৬:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১
- / ১৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গত শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্ট উদ্বোধন করেন রাজবাড়ী পৌরসভার মেয়র জনাব আলমগীর শেখ তিতু।
এসময় আরো উপস্থিত ছিল রাজবাড়ী জেলার সাবেক শিক্ষা অফিসার ও রাজবাড়ী ডিবেট এসোসিয়েশনের সভাপতি সৈয়দ সিদ্দিকুর রহমান, ফরিদপুর জেলার সাবেক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র মন্ডল, রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদুৎ কুমার দাস, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ তসলিম আহমেদ তপন, কালচারাল অফিসার পার্থপ্রতিম দদাশ, ব্যবসায়ী আলমগীর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন মেজবাহ উল করিম রিন্টু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ফারুক উদ্দিন। অনুষ্ঠানটির সঞ্চলনা করেন নীলয় সাহা নীল।
মেয়র আলমগীর শেখ তিতু বলেন, খেলাধুলা একটি ভালো অভ্যাস। খেলাধুলা করলে ছেলে-মেয়েরা মাদক থেকে দুরে থাকে। মেজবাহ উল করিম রিন্টু একজন ভালো মানুষ ছিলেন। তিনি বৃক্ষরোপন সহ নানাবিধ সামাজিক কাজ করতেন। তার নামে বড়পুল-আনসার ক্যাম্প রোডের নামকরণের দাবী উঠেছে। রাস্তাটির নামকরণের জন্য আমারা মন্ত্রনালয়ে প্রস্তাব পাঠাবো।
উল্লেখ্য শনিবার বিকাল ৫ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করবেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার ও অন্যান্য অতিথিবৃন্দ। উক্ত টুর্নামেন্টে ৬ টি দল অংশগ্রহন করে ।টিমগুলো হলো- টিম কৃষ্ণচুঁড়া, টিম ক্যামেলিয়া, টিম অপরাজিতা, টিম নীল কন্ঠ, টিম বাগান বিলাস ও টিম জ্যাকারান্ডা| এর মধ্যে টিম কৃষ্ণচুঁড়া, টিম ক্যামেলিয়া, টিম অপরাজিতা, টিম নীল কন্ঠ সেমিফাইনালে উঠতে সক্ষম হয়েছে।
খেলায় গ্রুপ এ টিম কৃষ্ণচুঁড়া ২-০ গোলে টিম নীলকন্ঠকে এবং টিম জ্যাকারান্ডা কে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে। নীলকন্ঠ ১-০ গোল টিম জ্যাকারান্ডাকে হারিয়ে গ্রুপ রানারআর্প হিসেবে সেমিফাইনালে উঠতে সক্ষম হয়।
গ্রুপ বি টিম অপরাজিতা ৪-০ গোলে টিম বাগানবিলাসকে হারায় এবং ৩-০ গোলে টিম ক্যামেলিয়া কে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠে। এছাড়া টিম ক্যামেলিয়া ১-০ গোলে টিম বাগানবিলাসকে হারিয়ে গ্রুপ রানার্রআপ হিসেবে সেমিফাইনালের উঠতে সক্ষম হয়। ম্যাচগুলো পরিচালনা করেন সাবিট হক, ফারহান ইমাতিজ নাফি ও আদ্রা মাহমুদ পিয়াস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়