রাজবাড়ীতে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ১৫২ জন, মৃত্যু ২ –
- Update Time : ১০:৩৩:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ জুলাই ২০২১
- / ১৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে বেড়েই চলছে করোনা রোগী ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী জেলায় নতুন করে ১৫২ জন করোনা পজেটিভ হয়েছেন।
একই সময়ে সদর উপজেলার রামকান্তপুরের মোছাঃ আছিয়া খাতুন নামে ৬৫ বছর বয়সী এবং পাংশার বিষ্ণপুরের আলীমুদ্দীন বিশ্বাস নামে ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ তথ্য রবিবার বিকালে রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ ইব্রাহিম টিটন জানিয়েছেন।
রাজবাড়ীর সিভিল সার্জনের কার্যালয় থেকে জানাগেছে, এ নিয়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৮ হাজার ৬৮ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩শত ৫৬ জন। মারা গেছে ৬৩ জন। মোট আক্রান্তদের মধ্যে হোম আইসোলেশনে রয়েছেন ১ হাজার ৫ শত ৯৭ জন। সদর হাসপাতালের কোভিড ইউনিটসহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে ৫২ জন করোনা রোগী ভর্তি রয়েছেন।
তিনি সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শও প্রদান করেন।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়