রাজবাড়ীতে ডিবি’র অভিযান : বাগমারা থেকে ৬শত পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৯:১১:৫৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১
- / ২৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার সদস্যরা বুধবার দুপুরে অভিযান চালিয়ে ৬শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করার পাশাপাশি দুই জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার বাগমারা দক্ষিণ পাড়া গ্রামের মোসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪২) ও মানিক মিয়ার ছেলে মোঃ সাইদুল মিয়া (২৫)।
জানাগেছে, রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃতে জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করার লক্ষে কাজ করে যাচ্ছে। এরই অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নিজাম উদ্দিন, এএসআই আব্দুস সামাদ, এএসআই মেহেদী হাসান সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার বাগমারাস্থ রাজবাড়ী-কুষ্টিয়া গামী মহাসড়কের কালার দোয়ার ব্রীজের ১০০ গজ পশ্চিমে পাকা রাস্তার উপর হতে সিরাজুল ইসলাম ও সাইদুল মিয়াকে ১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ৬ শত পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এ ঘটনায় রাজবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়