কালুখালীর দূর্গাপুরে তালা ভেঙ্গে দোকান চুরির চেষ্টা, গোয়ালন্দ ও খোকশার ৪ চোর গ্রেপ্তার –

- Update Time : ১০:০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ডের তালা ভেঙ্গে দোকান চুরির চেষ্টাকালে জনতার সহযোগিতায় ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, কুষ্টিয়া জেলার খোকশা উপজেলার শ্যামগঞ্জের মৃত আলাউদ্দিনের ছেলে মোঃ রাশেদুল ইসলাম হৃদয় (২৪) এবং বরইচাড়া গ্রামের রহিম মন্ডলের ছেলে মোঃ আজাদ মন্ডল (২২), রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার শামসু মাষ্টারেরপাড়া গ্রামের জয়দার সরদারের ছেলে মোঃ নুরু সরদার (২০) এবং দৌলতদিয়া সিনেমা হলের পিছনের গ্রামের আফজাল খাঁর ছেলে কাওছার খাঁ (১৯)।
কালুখালী থানার অফিসার ইনচার্জ নাজমুল হাসান জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে গ্রেপ্তারকৃতরা কালুখালীর দূর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় মুহাম্মদ আলী মোবাইল সার্ভেসিং-এর দোকান চুরির উদ্দেশ্যে ওই দোকানের তালা ভাঙ্গে। সে সময় স্থানীয় লোকজনের সহায়তায় কালুখালী থানার এসআই মিজানুর রহমান ও সঙ্গীয় ফোর্স তাদেরকে গ্রেপ্তার করে। এ ঘটনায় শুক্রবার সকালে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কালুখালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়