পবিত্র ঈদ-উল-ফিতর ২০২১ উপলক্ষে রাজবাড়ীর পুলিশ সুপারের বাণী –

- Update Time : ০৭:৪৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ মে ২০২১
- / ৪০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
“ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ
তুই আপনাকে আজ বিলিয়ে দে, শোন আসমানীর তাগিদ”।
পবিত্র মাহে রমজানের এক মাস কঠোর আত্ম শুদ্ধির সাধনার পর আসে সেই মহা আনন্দের দিন পবিত্র ঈদ-উল-ফিতর। আজ রাজবাড়ী তথা সমগ্র পৃথিবীর ইসলাম ধর্মাবলম্বীদের ঘরে ঘরে ঈদ আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে।
এ দিনে হিংসা, হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রীও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। কিন্তু প্রাণ ঘাতি করোনা কালে ঈদ উদযাপন ভিন্ন ভাবে করতে হচ্ছে। পবিত্র রমজান শেষে ঈদের জামাত ও ঈদ উৎসব পালনের মধ্য দিয়ে দিনটি সুদীর্ঘ কাল ধরে অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পালিত হয়ে আসলেও আজ সারাবিশ্ব করোনায় আক্রান্ত হওয়ায় এবার ঈদ উদযাপন হবে একক ভাবে ঘরোয়া পরিবেশে। করোনা ভাইরাসের প্রদুর্ভাব জনিত কারণে সরকারী সিদ্ধান্ত মোতাবেক উন্মুক্ত স্থানে বড় পরিসরে ঈদ এর জামাত পরিহারের নির্দেশনা রয়েছে।
মুসল্লীদের জীবনের ঝুঁকি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে এ বছর ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে ঈদের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব বজায় রাখুন। দেশের বিভিন্ন জায়গা হতে আপনার এলাকায় আগত ব্যক্তি সম্পর্কে সচেতন হোন এবং তাদের ঘরে রাখতে সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করুন।
পবিত্র ঈদ-উল-ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। বছরের প্রতিটিদিন যেন হয় ঈদের দিনের ন্যায় আনন্দময় – মহান ¯্রষ্টার নিকট এই হোক আমাদের সম্মিলিত কামনা – ঈদ মোবারক।
এম এম শাকিলুজ্জামান
পুলিশ সুপার, রাজবাড়ী।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়