রাজবাড়ী সদরের ৫ হাজার পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান শুরু –

- Update Time : ১০:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার ৫ হাজার পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী প্রদান শুরু করা হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার বরাট ইউনিয়নে ৩শত এবং বিকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে ২শত পরিবহণ শ্রমিকের মাঝে ওই সব খাদ্য সামগ্রি তুলে দেয়া হয়।
খাদ্য সামগ্রীর প্রতিটি প্যাকেটি রয়েছে, ৭ কেজি করে চাউল, ১ কেজি ডাউল, ১ কেজি লবন, ২ কেজি আলু, ১ কেজি তৈল, ১টি মিষ্টি কুমড়া ও ১টি করে সাবান।
ওই দুই বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ ইমদাদুল হক বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুর রহমান, ভাইস-চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, সদর উপজেলার উপ-সহকারী প্রকৌশলী বিজয় কুমার প্রামানিক, বরাট ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম, জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ জানিয়েছেন, পর্যায়ক্রমে সদর উপজেলার ১৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার পরিবারের হাতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়