রাজবাড়ী পৌরবাসীর প্রকৃত সেবক হতে চাই – নবনির্বাচিত মেয়র তিতু –
- Update Time : ০৮:৫৩:৩০ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১
- / ১৮ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলমগীর শেখ তিতু বলেছেন, ১৪ ফেব্রুয়ারী রাজবাড়ী পৌরসভা নির্বাচনে নির্বাচিত হবার পর কিছু বাধ্যবাধকতার কারণে তিনি আজ প্রথম বাসা থেকে বের হয়েছেন। বের হয়েই তিনি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধা জানিয়ে নিজেকে গর্বিত মনে করছেন। ১৪ ফেব্রুয়ারীর নির্বাচন রাজবাড়ী বাসীর জন্য বিরল ঘটনা এবং এদিনে পৌরবাসী স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন পেয়েছে।
বুধবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষ্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।
তিতু বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দেবার জন্য প্রতিটি মানুষ জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যের জন্য দোয়া করেছে। সব সময় যেন দায়িত্বরতরা এভাবে স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করেন। যার মাধ্যমে প্রকৃত মান্ষু তৈরি হবে এবং সোনার মানুষ তৈরি করতেই স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠ করতে হবে। পৌরবাসীর প্রকৃত সেবা দিতে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় নব-নির্বাচিত মেয়রের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাজবাড়ী সদর পৌরসভায় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আলমগীর শেখ তিতু (নারিকেল গাছ) প্রতীক নিয়ে ১৫ হাজার ৯০২ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দী হন আওয়ামী লীগ মনোনিত প্রার্থী মহম্মদ আলী চৌধুরী । তিনি (নৌকা) প্রতীক নিয়ে পান ৭ হাজার ৩৪৮ ভোট।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়