স্বপ্নের রাজবাড়ী, শুভসংঘ ও মানবতার কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরণ –
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর দরিদ্র পত্রিকা বিক্রেতাদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। পাঠক সংগঠন দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ, মানবিক সংগঠন স্বপ্নের রাজবাড়ী ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার যৌথ উদ্যোগে রবিবার বিকালে জেলা শহরের ঐতিহাসিক আজাদী ময়দানে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার ফাহমি মোঃ সায়েফ।
কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী সরকারী কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ সরোয়ার মার্শেদ খান স্বপন, সহ-সভাপতি ও জেলা শহরের সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, শুভসংঘ ও স্বপ্নের রাজবাড়ী-এর সহ-সভাপতি ব্যবসায়ী শুক্লা সরকার, শুভসংঘের সাধারণ সম্পাদক ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী জেলা প্রতিনিধি, স্বপ্নের রাজবাড়ী ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন,
শুভসংঘের সহ-সাধারণ সম্পাদক ও সেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফিজুর রহমান, সমাজ কল্যান সম্পাদক রাজ্জাকুল ইসলাম, দৈনিক কালের কণ্ঠের এজেন্ট আব্দুল কুদ্দুসসহ জেলা শহরের বিভিন্ন পত্রিকার এজেন্টরা উপস্থিত ছিলেন।
পরে পত্রিকা বিক্রেতাদের হাতে কম্বল তুলে দেয়া হয়।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।