আয়শা খানমের প্রয়াণে রাজবাড়ী মহিলা পরিষদের স্মরণ সভা অনুষ্ঠিত –

- Update Time : ১০:৩১:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ৩৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি, নারী মুক্তি তথা মানব মুক্তি আন্দোলনের অগ্রযোদ্ধা,বীর মুক্তিযুদ্ধা আজীবন সংগ্রামী আয়শা খানমের প্রয়াণে রাজবাড়ী জেলা শাখার আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গত সোমবার বিকালে জেলা শহরের আবোল তাবোল শিশু সংগঠন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
এই স্মরণ সভায় তার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য এড দেবাহুতি চক্রবর্তী, সভাপতি লাইলী নাহার, সহ-সভাপতি পূর্ণিমা দত্ত, সহ-সভাপতি পারুল বেগম, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, সদস্য ও রতনদিয়া ইউ.পির চেয়ারম্যান মেহেদী হাচিনা,উপদেষ্টা ও সংরক্ষিত নারী আসেনর সাবেক জাতীয় সংসদ সদস্য কামরুন্নাহার চৌধুরী সহ প্রমুখ।
এছাড়া বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ ফওজিয়া মোসলেম এবং বিশিষ্ট সাংবাদিক, প্রগতিশীল লেখক, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অজয় দাসগুপ্ত রেকর্ড কৃত বক্তব্য মাইকে বাজিয়ে শুনানো হয়।
এই স্মরণ সভায় সামাজিক প্রতিরোধ কমিটি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন এর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন সামাজিক প্রতিরোধ কমিটি সদস্য আজিজুল হাসান, ধীরেন্দ্র নাথ দাস,শাহাদাৎ হোসেন, ডাঃ তাপস কর্মকার, আব্দুল জব্বার সহ অনেকে।
সংগীত পরিবেশন এর মাধ্যমে শ্রদ্ধা জানাই ডাঃ তাপস কর্মকার এবং অমিতা চক্রবর্তী এবং মহিলা পরিষদের শিল্পী বৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়