পাংশায় ২টি প্রাইভেটকার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার, নারীসহ গ্রেপ্তার ৫ –

- Update Time : ০৪:০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ৩ জানুয়ারী ২০২১
- / ২৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশা উপজেলার শিহড় গ্রাম থেকে দুইটি প্রাইভেটকার থেকে ২১৯ বোতল ফেনসিডিল উদ্ধার করার পাশপাশি র্যাব সদস্যরা ৫ জনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো, চুয়াডাঙ্গা জেলার দর্শনা কলেজ পাড়া গ্রামের আবেদ আলীর ছেলে মোঃ জাহিদ হাসান (৩৩) ও একই গ্রামের মোঃ জাহিদ হাসানের স্ত্রী মোছাঃ মুসলিমা আক্তার (২৩), একই জেলার ঝাঝাডাঙ্গা গ্রামের মৃত ছানোয়ার হোসেনের ছেলে মোঃ ওমর ফারুক (২৭), কুষ্টিয়া সদর উপজেলার দক্ষিণপাড়া বোয়ালদহ গ্রামের রেজাউল করিমের ছেলে মোঃ বাপ্পী আলী (২৯) এবং সাতক্ষীরা সদর উপজেলার সাতানী গ্রামের সৈয়দ লিয়াকত আলীর ছেলে সৈয়দ আরাফাত আলী (৩৫)।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার সন্জয় কুমার সরকার জানান, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ অভিযানে ওই ৫ জনকে গ্রেপ্তার করার পাশাপাশি ২ শত ১৯ বোতল ফেন্সিডিল, ২টি প্রাইভেটকার এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ১২টি সীমকার্ডসহ ৭ টি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় পাংশা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়