লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেলেন রাজবাড়ীর কৃতিসন্তান মতিউর রহমান –
- Update Time : ০৩:৫১:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ডিসেম্বর ২০২০
- / ২১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন রাজবাড়ী জেলার পাংশার কৃতিসন্তান মেজর জেনারেল এসএম মতিউর রহমান। মেজর জেনারেল এসএম মতিউর রহমানকে জেলার সবচেয়ে জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল “রাজবাড়ী বার্তা ডট কম”-এর পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে।
তাকে গত ২৪ ডিসেম্বর সেনা সদরের এক আদেশে তাকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি প্রদান এবং আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
জানাগেছে, মেজর জেনারেল এস এম মতিউর রহমান, ওএসপি, এসইউপি, এএফডব্লিউসি, পিএসসি ২০১৮ সালের ২৭ আগস্ট ২৪ পদাতিক ডিভিশনের জিওসি এবং এরিয়া কমান্ডার চট্টগ্রাম হিসেবে যোগদান করেন। এর আগে তিনি সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনীর এ্যাডজুটেন্ট জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০১৩ সালে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি পেয়ে একই বছরের ১৩ আগস্ট ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি এবং যশোরের এরিয়া কমান্ডার হিসেবে ২০১৬ সালের ৯ ফেব্রুয়ারী পর্যন্ত এবং ২৬ আগস্ট ২০১৮ সেনা সদরের এ্যাডজুটেন্ট জেনারেল পদে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৮৫ সালের ২০ ডিসেম্বর ১৩তম বিএমএ দীর্ঘ মেয়াদী কোর্সের সাথে সেনাবাহিনীতে কমিশন লাভ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়