রাজবাড়ীতে প্রধানমন্ত্রী ও খাদ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে কৃষকলীগের পুষ্পমাল্য অর্পন-
- Update Time : ১০:২০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২০
- / ১৫ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডেস্ক :
ধান চাল ক্রয় কমিটিতে জেলা উপজেলা পর্যায়ের কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন রাজবাড়ী জেলা কৃষকলীগ।
মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করা হয়।
এরআগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খানের নের্তৃত্বে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়, প্রেসক্লাব ও জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অবস্থান করেন জেলা কৃষকলীগের নেতাকর্মীরা।
এতে উপস্থিত ছিলেন, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু বক্কর খান, সহ-সভাপতি নুরুজ্জামান বিশ্বাস, প্রচার সম্পাদক ওয়াসিম কুমার বিশ্বাস, সদর উপজেলার কৃষকলীগের যুগ্ম আহ্বায়ক রাজু আহম্মেদ, সদস্য সচিব আলাউদ্দিন আলাল, পৌর সভা কৃষকলীগের আহ্বায়ক শহিদুল ইসলাম তিতু প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়